বেহায়া মন
খোলা জানালায় বাঁধা, বয়স
ফিসফিসানির বেড়াজাল, অপলক
বাড়ন্ত যৌবনের ইশারা বাড়ন;
তবু দলছুট বেহায়া মন ।
ঝিরঝিরে বৃষ্টি আর উত্তরে হাওয়ায়,
সন্ধ্যার অনুভূতি অতি সাত সকালে;
হ্যাংলা হয়ে বেগুন পোড়ার গন্ধে,
এক অদ্ভুত ভালো না লাগার ভালো মন্দে
প্রেম বুনে চলি বহু যুগ ধরে ।
ভেজা শালিকের চোখে স্মিত শ্রাবণ;
আলো আঁধারির এই লুকোচুরির মাঝে,
চোখ বুজলেই, তোমার উপস্থিতি;
কানের নরম কামড়ে, বাহুপাশে
গায়ের গরম আর বেহিসেবি দীর্ঘশ্বাসে,
আমি ঘর বেঁধেছি, বহুদিন আগে;
কেবল বলা হয়ে ওঠেনি, তোমাকে ।
Subscribe
Login
0 Comments
Oldest