আশ্বিনের আশ্বাস– অসীম চক্রবর্ত্তী
নীলাকাশ নীলে চারিধার
বরিষণ অবসানে পুলকিত অনিবার
সাদা মেঘ ভেসে ঝলমলে হেসে
মনে কয় —–
ভালবাসো তারে? কিসে তব ভয়?
যদি তব ভালবাসা মন মাঝে হয়
এমন দিনেই তারে দাও পরিচয়
এমন দিনেই তার মন করো জয়।
কলরবে মুখরিত পাখী গান গায়
মালা হয়ে উড়ে দূরে ঘন নীলিমায়
কল কাকলির সুরে এসে ভেসে উড়ে
কানে কয় —-
ভালোবাসো তারে? কেন করো ভয়?
যদি তব ভালবাসা মনেতেই হয়
এমন দিনেই ধরো গান গীত ময়
এমন দিনেই আনো মনে নির্ভয়।
কাশফুলে ভরা সাদা নদীপাড়
শিশিরে শিউলির বিছানোভেজা ধার
মধুময় মেখে সুরভিত ভেসে
প্রাণে বয় —–
ভালবাসো যারে নাহি করো ভয়
যদি তব ভালবাসা মন মাঝে হয়
এমন দিনেই ভরো খুশিতে হৃদয়
এমন দিনেই আনো মনে প্রত্যয়।
ভরিয়ে আলোয় মন করি পুলকিত
আসিয়াছে মা ভবে করি নন্দিত
উজ্জল জ্যোতি মনে দিয়ে বিস্ময়
প্রণয় ঘটিয়ে আজি করো নিশ্চয়
এমন দিনেই কথা যেন বলা হয়
এমন দিনেই মনে দিয়ে তারে শ্রয়
এমন দিনেই সারো তব পরিণয়।।