নারী
তুমি তো অসূর্যম্পশ্যা নও নারী!
তোমায় আশ্রয়েই মানবের জারিজুরি।
তোমার অঙ্গুলি হেলনে স্তম্ভন পৃথ্বির,
সৃষ্টির রহস্য, তোমারগোপন হৃদয়ে থির।
আাদমের বুকের পাঁজরে জনম তোমার,
ধারক বাহক তুমি সৃষ্টি ভোমরার….
তোমার প্রকাশে উদ্বেলিত ধরা —
হাস্যে লাস্যে মোহময়ী অমৃতক্ষরা।
ভাস্বর, দীপ্তিময়,দীপিকা,উজ্জ্বলা…
চলনে,বলনে, সংসার সুফলা।
তোমার ক্লেদাক্ত, অপমানিত ইতিহাস,
হাপুস নয়নে ক্রন্দনের হাহুতাশ…
উথাল পাথাল চঞ্চলা পৃ্থ্বি…
বিরস বদনে বিঘ্নিত শান্তি।
নারী!একাধারে ধী, চল্চ্ছক্তি প্রকাশ,
সৃষ্টির বিনাশ বলা সভ্যতার বিকাশ।
তুমি হও জাগ্রতা দিকে দিকে…
উদ্ধারো বিপথগামী পৃথিবীকে।।
=======================