সজল ধারার ডাক
‘লালবাতাসা’, ‘লালবাতাসা’,
আমার দুপুরবেলা,
বৈশাখের ডাক, গরম হাওয়া,
উদাস ও আনমনা।
অনেক দূরে, ডাকছে আমায়,
লালবাতাসার কাছে,
মনে, মনে তোমায়, আমার,
চোখেতে চোখ রেখে।
আমার চোখের তৃষ্ণা তুমি,
আমার চোখের সাজা।
ফাটছে মাটি, শুকায় ছাতি,
চাইছে জলের ধারা।
তুমি, আমার লালবাতাসা,
সজলধারার ডাক,
তুমি, আমার লালবাতাসা,
শান্তি মনে থাক।
লালবাতাসা, তোমার জন্যে,
থাকব আমি বসে,
বর্ষা হয়ে আসবে কখন?
শুভক্ষণ, তার অপেক্ষাতে।
Subscribe
Login
0 Comments
Oldest