ডাকচিঠি-১২
কোনো এক সুন্দরীর নরম গালে
কালো তিলেরা তারা হয়ে জ্বলে;
আমার তারা ভরা আকাশ
রাত জাগে প্রেমের শব্দ
অভিমানে রাতের জোনাকি
নীলাকাশে মিশে হয় আলো।
তোমার স্বপ্নভরা রঙিন পথ
আমার মিছে হয় চোখের পাতায়,
নতুবা সীমানার পরিত্যক্ত বাতাসে
তিক্ত শিশির কণা জমে;
তারপর বৃষ্টি এসে
সারারাত জাগিয়ে দেয়
আমার মনের উষ্ণবালি রাশিগুলো-
ভেজা ভেজা শিউলি ফুলের গন্ধে।
তুমি দূর বহুদূর
নয়তো কাছাকাছি-
শোনা যায় বাতাসের গতি
আমার নীল ডায়েরির পাতা উল্টে।
সবুজে ঘেরা বনানীর প্রান্তর
আজ সেখানে নিমিত্ত সমাধি
কার কোন্ অভিশাপে
জীবন হারিয়েছে অস্তগামী সূর্যতলে।
১২/০৯/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest