পুরুষেরও কান্না পায়
আমি একলা থাকতে বড় ভালোবাসি।
কারণ আমি পুরুষ মানুষ।।
পুরুষ বলেই তো সবার সামনে কাঁদতে পারি না।
তাই একলা ঘরের বদ্ধ দরজাটা
আমার খুব প্রিয়।।
মাঝে মাঝে ইচ্ছে করে খুব কাঁদি
কিন্তু পুরুষ মানুষ তো!
তাই চোখে জল শোভা পায় না।
তাই দাঁতে দাঁত চেপে হাত মুষ্টি বন্ধ করে
ভিতর ও বাইরের তাল মিলাই আপ্রাণ প্রয়াসে।।
তাই হয় তো রাগটা আমার খুব বেশি
তাই বলে আমি পাষান হৃদি কিংবা বিতৃষ্ণ নই।
মাঝে মাঝে বড্ড ইচ্ছে করে
সব ছেড়ে চলে যাই অনেক দূরে।
কিন্তু আমি তো পুরুষ মানুষ কাপুরুষ তো নই।
তাই বার বার বদ্ধ ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিও
আমি কিছু করার দুঃসাহসিকা পাইনি-
কারণ আমি পুরুষ মানুষ।।
–দীপঙ্কর সাহা (দীপ)