অন্তঃসলিলা মন।
চাইলে মন, সময়ের প্রবাহে
পথও দ্বিধা হয়, দুটি পথ দুজনের।
তবুও কি দুভাগ হয় ?
যা থাকার , তা তো ভিতরেই থাকে
শাঁসের মতন।
বীজহীন কিম্বা সে বহুবীজ
এই প্রশ্নেরা বৃথা আজ।
শুধু জেনো , এখনও সে পর্দায়
এত জোর আছে,
সেই জোরেই ঢাকবো তোমায়।
বহুদূর, বহু যন্ত্রণার পথ।
আগামীর আহ্বান।
এস বুকে, মিলিত নন্দিত কম্পনে।
সবশেষে কোন এক সর্বনাশ
মোহময় পৃথিবীর এই এক খাঁজ
যেখানে হারায় সব,
ভাল থাকার প্রতীকী আবেশে।
Subscribe
Login
0 Comments
Oldest