রোজনামচা।

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কুয়াশা ঢাকা আকাশে ভোরের সূর্যের উদয়

ক্লান্ত আমি নিলর্জ্জ তেজষ্ক্রিয়তা আর ইটভাঙা প্রখরতায়।

 

দিন পেরোলেইতো রাত-বেরাতের খেলা

ক্লান্ত হাতে সুই ফুঁড়ে যাই

বলি মনের কথা মনের নির্জনে ।

আমার শ্রান্ত চোখে দেখা শেষ রোদ্দুর

হাতপাখার এই নড়াচড়া আমার চোখের জলের

সাথে মেশে। স্বপ্নরা আসে ভেসে ভেসে

অচেনা দেশে।সুর তুলে যায় তীব্র সোনার

খাঁচার ভিতর অচিন পাখি …

লগ্ন শেষ , থেমে যায় সোনালী রোদ্দুর দীর্ঘশ্বাস।

সময়গুলো সব এগিয়ে চলে ধীরে

সাজতে হবে সন্ধ্যের রঙিন সাজ

কাজলমাখা চোখে আমার

প্রেম যত বন্দী-সব কাপড়ে ঢাকা।

লনের ওপর সবুজ ঘাস, তাতে কারও পায়ের আওয়াজ

দুমড়ে ফেলে আমাদের অগভীর শেকড়।

আমাদের রক্তরন্ধ্রের ভেতর বেজে ওঠে সাইরেন, শব্দের প্রতিধ্বনি

-থামো, আমরাও মানুষ …

রাত্রি শেষ , সোডিয়াম লাইটে নিস্তব্ধ অন্ধকার

ক্লান্ত মন, ক্লান্ত দেহ

চুড়ি ভাঙে, লেপ্টে থাকে কাজল

উদাস মনে তাকিয়ে থাকি আমাকেই, আয়নার ভেতর

আমি মরে চলি, মরে চলি, মরে চলি এভাবে রোজ।

0

Publication author

offline 3 years

PPGN

0
Freelance Writer. love to read and also write.
Comments: 0Publics: 18Registration: 28-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।