পঙক্তির ভাংতি নেই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পঙক্তির ভাংতি নেই
হাকিকুর রহমান

পঙক্তিটা, তার ভাংতি নেই
পদ্য কথার কমতি নেই-

কেউবা খ্যাচে বেদম জোরে
কেউবা হাঁকে বিষম সোরে,

বুদ্ধি বেঁচেই খাচ্ছে সবাই
কেউ কাউকে করছে জবাই-

নিজের লেখার মুরোদ কই
নকল লিখেই ভরছে বই,

সঠিক কিছু লিখলে পরে
পালায় দূরে কেমন ডরে-

গায় মানেনা আপনি মোড়ল
কেউ বোঝেনা কোনটা গরল,

বাড়ির খেয়ে মোষ তাড়ানো
ঘটি বাটি সব হারানো-

চুপ থাকাটাই বুদ্ধি বেশ
গরল পনার হয়কি শেষ?

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।