একে, একে চলে যায় বৃষ্টিরা
দুপুরের নির্জনতায়, আর,
তোমাকে খুঁজে পাইনা,
রৌদ্দুরে ভিজতে, ভিজতে,
মেঘে,মেঘে বৃষ্টি আসেনা।
হয়ত, বৃষ্টিকে সাথে করে,
বসে আছো,অন্য কোথাও,
তাই, দেখা পাইনা আর,
তবু, ভিজতে’তো বাঁধা নেই!
রৌদ্দুর, বৃষ্টি দেখা হয়েছিল,
একসাথে, কবে সেই দুজনার,
সাথে করে, দিইনি তোমায়,
তবু, বুঝে গেছো, কে তোমার।
কবে, আমার হারিয়েছে,
সেদিনের, দুপুরের নির্জনতা,
সারাদিন, কোলাহল মুখর,
একে, একে চলে যায়, বৃষ্টিরা।
Subscribe
Login
0 Comments
Oldest