Covid – 19
মাটির মানুষ ইটের দেয়াল আজ ক্লান্ত,
করোনা মৃত্যুকে করেছে শান্ত।
পৃথিবী আজ দিচ্ছে মাশুল
নেমে এলো অমাবস্যা,
উঠলো জেগে এ কি দুর্দশা।
বিশ্বজুরা করোনার জয় মানব জীবন হচ্ছে ক্ষয়,
এই বুঝি দরজায় কড়া নাড়বে মৃত্যু পাবে প্রশ্রয়।
জীবন আজ থেমে গেছে, সচল অবস্থা হয়েছে অচল,
ক্ষুধার জালায় লজ্জা পালায়,
এই যদি হয় ভাগ্যের লেখা তবে,
বন্দি জীবন হোক প্রাপ্য।
করোনার স্রোতে বাতাসে ভেসে আসে লাশের গন্ধ,
সর্বত শোকের ছায়া আঙিনায় ঘুরে,
হারানো প্রিয় মুখের মায়া।
করোনার হাঁকে পৃথিবী কাঁদে,
মৃতের আঁধারে সীমাহীন অনুতাপে
পৃথিবীর বুকে মৃত্যুর মিছিল,
মানুষ জাগে প্রানের ভিক্ষা মাগে সৃষ্টিকর্তার তরে।
অদৃশ্য covid -19 নিমেষেই আসর জাঁকিয়ে বসে দেহের ভিতর,
তীক্ষ্ণ ভঙিমায় শেষ করে দেয় জীবনের গতি।
অবুঝ শিশুর মুখের হাসি নেয় কারি,
এ কেমন মহামারি?
আজ আর নেই কোনো ক্ষমতার আসন,
করোনা করছে পৃথিবী জুড়ে শাসন।
সালমা