মা নেই ঘরে
না থাকিলে যার ঘরে মা!
দেখো ফিরে হয় কি আর যা,
আপন মানুষ পর হয়ে যায়
চৈত্র রোদের ঘর যেন খা খা।
ভালোবাসা হীন পৃথিবী
ইঁদুরের মত গোপনে পা কাটে,
স্বার্থপরি মানুষ গুলো
তার দেখা যায় লিপ্সার ঘাঁটে।
ক্ষুধার সময় কেটে যায় ক্ষণ
কেউ না ডাকে খেতে,
সবাই দেখো নিজে খাইতে
আড্ডায় আছে মেতে।
জ্বর হলে ও কেউ আসেনি
কেউ দেয়নি আর মাথায়-জল,
ওষুধ আনতে ডাক্তার আনতে
কেউর নেই মনোবল।
Subscribe
Login
0 Comments
Oldest