ভবিষ্যৎ আগামির বিশ্ব পাড়াময়।
তুমি যে পাড়ায় যাও,
সে পাড়ায়, লহরি যায় খেলে।
ছুঁয়ে, ছুঁয়ে চলে যায় সে।
যায় সে, তোমার চিবুক ছুঁয়ে।
বিসমিল্লা খান নহবতে সুর তোলে।
এ পাড়া, আশাবরী প্রথম শুনল।
বাড়িতে বসে শুনবে ভোরের রাগ।
বিসমিল্লা খান, সারাদিন সানাই বাজায়।
জানলায় কবিতা, দরজায় কড়া নাড়ে মেঘ,
আর তোমাকে দেখে, বৃষ্টির পূর্বাভাষ।
আবার এক পাড়া থেকে, আর এক পাড়া,
তোমার জন্যে, লহরি বাড়ি যেতে ভুলে যায়।
রাজহাঁসের দল,পিছু নেয় তোমার,
সোনালি প্যাগোডায়, বুদ্ধ বসে হাসেন।
অজস্র সঙ্গীকে ডেকে নিয়ে আসে,
ভবিষ্যত আগামির, বিশ্বপাড়াময়।
Subscribe
Login
0 Comments
Oldest