ঘোষিত
প্লাস্টিকমোড়া মৃত অ্যালুমিনিয়াম আর
দেড় কেজি চর্বির ইলেকট্রিক্যাল ইমপালস চমৎকার প্রত্যয়ের সাথে,
অনাবিষ্কৃত প্রাণকে আজ নির্দ্বিধায় অস্তিত্বহীন ঘোষণা করেছে।
দুটো সপ্রশ্ন চোখ অশ্রু সুনামির দাপটে আবছা,
কোনো এক অজানা কৌশলে
ঘোষিত অস্তিত্বহীনতার অশ্বমেধ তাঁর অদম্য প্রত্যাশার রাজ্য অক্লেশে অতিক্রম করে নিয়েছে।
উষ্ণ কোমলতা অসম্ভব শীতলভাবে আজ কাধে,
ক্ষণিক উষ্ণতার লোভে আগুনে ঝাঁপ দেবে বলে প্রস্তুতি নিচ্ছে।
যাত্রাপথে বিক্ষিপ্ত কয়েকটা কাচের টুকরো স্বপ্ন হয়ে তাঁর পায়ে ফুটলো বটে,
কিন্তু তীব্র উপেক্ষার স্রোত এক বিন্দু রক্তের অস্তিত্ব বুঝতে দিল না।
শেষে নিয়মমাফিক ঘোষক অনুমোদিত অনুমতিপত্রের বিনিময়ে
অসম্ভব শীতল মাংসপিন্ড তার কাম্য উষ্ণতা পেলো ওরফে অস্তিত্ব হারালো,
ঘোষণা সফল হলো।