তোমার কি ভালোবাসার গন্য
রাত জাগা দুটি চোখ!
কত না করে সয়েছে,
আঁধারের রাত তাই
কে কবে’বা জেনেছে?
হারিয়ে’কি যেতে চেয়েছো,
ও বেলায় ছুটি নিয়ে,
হারানোতে কি আর পাবে?
এ’বেলায় আসতে চেয়ে।
জানতে’তো পারিনি তোমাকে,
সে আমার অক্ষমতা।
তোমার মত, হৃদয় কি আছে?
আছে অভাবীর ভালোবাসা।
সে অভাবে, মেটেনাতো শখ,
জানবে’বা আমাকে কি করে?
যদি, যন্ত্রনা ফিরে আসে,
একা, একা বিদ্ধ হব তাতে।
তবু রাত জাগা চোখ,
সে বার, বার করে হারায়।
বুঝি আমি ভিখারির’ও অধম,
তোমার কি ভালোবাসার গন্য?
Subscribe
Login
0 Comments
Oldest