অসুখের দিনকাল-আহমেত কামাল
অসুখের দিনকাল
আহমেত কামাল
নিজেকে আর
কোথাও রাখিনা।
একাই থাকি-
ঘাসেদের সাহস ধরে
ঘুমে – ও প্রায়ই আসে, দুই হাতে নদী নিয়ে।
আমার অসুখে আক্রান্ত কবিতা গুলো জলে ভাসিয়ে
ফিরে যায়,,,,
ঘুমে আগুন জ্বালিয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest