ঠিক তবুও ঠিক নয়
হয়তো কিছু স্বপ্ন ছিল বুকের গভীরে
ঠিক তবুও ঠিক নয় ;
জানি না কেমন করিয়া আমি দূরে গেছি
তাঁরে অভাবের মধ্যে একা ফেলে ,
এটা কি ঠিক হয়েছিল ! না ঠিক না
ঠিক হয়নি আমার এভাবে তাঁরে দুঃখ দেওয়ার।
আমি দুঃখ দিতে চাইনি তাঁরে
এ সমাজে শুধু আমার বুকে “শূন্যস্থান”
চারিদিকে মৃতদেহ – সমাধির স্থান।
কফিনের মোড়া সমস্ত মৃতদেহ
যেন মনে হচ্ছে আদিকালের রহস্যময় মৃত্যু।
আমার দুটি চোখ হতে মাইলের পর মাইল
আঁখর পেতেছি প্রেম বৃক্ষে
মহাসমুদ্রের সমারোহে।
খুঁজেছি তাঁরে – যারে আমি দূরে রেখেছিলাম
লক্ষ মানুষের ভিড়ে ভিড়ে।
পূর্ণিমার চাঁদ মধ্যে গগনকে ছুঁয়ে ফেলেছে অনায়াসে
কিন্তু আমি কি ছুঁতে পেরেছি তাঁরে !
কখনো ছোঁয়ার চেষ্টা করিনি তাঁরে ,
ঠিক তবুও ঠিক নয় :- নীরব আলাপ রাতের শেষে
মাথার উপর দিয়ে সাদা চিল উড়ে যায় লাইন দিয়ে।
আমাদের ঘর পেতে বাস করা
তবুও কি জ্বালা – যন্তনা নেই !
সকলের জীবনে সুখ দুঃখ সবই আছে
কারো কম আবার কারো বা বেশি
তাই বলে নিদারুণ ভাবে ঝরে যেতে হবে !!