তোমার শরীরের গন্ধ
তোমার শরীরের গন্ধ..
~ সুমিত দরানী
তুমি ঠিক কথাই বলো !
আমি,তোমার শরীরটা চাই!
তোমার,শরীরের ওই গন্ধটাও চাই!
আচ্ছা,শরীর ছাড়া কী ভালোবাসা হয়!
কাউকে ভালোবাসতে গেলে একটা অবয়ব লাগে।
কাউকে অনুভব করতে গেলে তার গন্ধটাও লাগে।
আমি ও যে তোমাকে ভালোবাসি..
তাই তো তোমার শরীর, তোমার শরীরের গন্ধটাও চাই।
হয়তো, হঠাৎ করে আমি হবো তোমার চোখে চরিত্রহীন।
তুমি সেদিন ভালোবাসা ছাড়িয়ে নিয়ে যাবে বহুদূরে
তোমার, ওই গন্ধটাও যাবে ,’ ফুরিয়ে’!
এরপর,কোন একদিন তোমার পাশে হাটবে কোন একজন!
তোমার হাতটা থাকবে সেই হাতে..
সেদিন তার আঙ্গুল ছোঁয়া,তোমার বড্ড প্রিয় মনে হবে।
তুমি আবার হাসবে, লজ্জা পাবে , রাতের ঘুম যাবে উড়ে..
তুমি আবার প্রেমে পড়বে…
তোমার নতুন প্রেমিক পুরুষ তার ছোঁয়া আঙ্গুল ছাড়িয়ে ..
ধীরে-ধীরে নেমে আসবে তোমার বুকের মাঝে..
তার ঠোঁট ও ছুঁয়ে যাবে অবলিলায় তোমার স্তন ভাঁজে।
সেদিন তুমি বুঝবে !
একটা সময় পর জগতের সব প্রেমিক শরীর চায়..
তুমি হয়তো বা আবার প্রেমিক পাবে !
কয়েকদিন পর তার ও মুগ্ধতা নামতে নামতে ..
নেমে আসবে তোমার দুটি স্তন মাঝে।
তার ছোঁয়া ও একদিন তোমাকে বুঝিয়ে দেবে..
সে তোমার শরীর চায় ।
তার হাত ঘোরাফেরা করতে চায় তোমার নরম স্তনে।
একটা সময় পর তুমি ও বুঝবে মনের থেকেও, শরীরের গন্ধটার প্রেম বড়ো ভয়ঙ্কর হয়..
সেদিন তুমি ও নিজেকে মিলিত করবে কারো শরীরের গন্ধে..
একটা কথা তুমি সেদিন বুঝবে..
প্রিয় মানুষটির শরীরের গন্ধ বড্ড কামুক হয়..
ভালোবাসতে গেলে সেই গন্ধটাও খুব প্রয়োজন হয়!
#মন_সায়রের_পাড়ে