জিরে মরিচের জীবন
সকাল থেকে রাত খালি সামলেসুমলে থাকা
অন্যের তৈরি খাপে কোনো রকমে এঁটে যাওয়া।
ব্যাস তাহলেই চারপাশ জুড়ে খুশি আর খুশি!
কেউ জানতে চাইবে না
জিরে মরিচ সত্বেও জীবন এত আলুনি কেন?
কেনই বা এত হিসেব এত দর কষাকষি করেও
কারুর কিচ্ছু বাড়ছে না?
এ জীবন আসলে ভীষণ ভাঙুর
তারই মধ্যে মিষ্টত্বের খোঁজ জারি,
দরদাম করে নিয়ে আসি একশো আঙুর।
আজ বিশেষ কিছু জোটেনি,
কালও হবে না কিছু পাওয়া।
অসংখ্য ধূলিকণায় মলিন জীবনের দাওয়া।
তবু সকাল থেকে রাত নষ্ট করা নিজেরই ইহকাল
আর ভেবে নেওয়া গোলাপী হয়ে আসবে বিকাল।
Subscribe
Login
0 Comments
Oldest