সর্প সঙ্গম
শরীরের টানে সাপ সাপিনীর কাছে যায়
সর্পিল দেহ থেকে দেহে প্রবল কাম ধায়
দেহগত মিলন থেকে সুখ পায় ঐশ্বরিক
জৈবিক দ্বিত্ব হইতেই অপার্থিব ঐকিক।
পরস্পরকে ওরা কী ভীষণ ভালোবাসে
জড়ায় পাকেপাকে অফুরন্ত নাগপাশে
প্রতি পাকে সৃষ্টির আলাদা আলাদা স্তর,
পঞ্চভূত জেগে উঠে সক্রিয় হয় পরপর।
মাটি থেকে আগুন উঠে ছুটছে আকাশে
বাতাসে সুগভীর সুখ ভাসছে আশেপাশে
আশ্লেষে কামনা-নদীর জল হচ্ছে গাঢ়তর
মিলনের আনন্দ দেখে মহাপ্রশান্ত নিথর।
চূড়ান্ত পর্যায়ে ওরা এমন ভাবে মিলে যায়
কে সাপ আর কে যে সাপিনী, বোঝা দায়
ওদের জন্য কামদেব পূর্ণ আশিস পাঠায়
আদিনাগ ও নাগিনী মিলে বসুধা বাঁচায়।
Subscribe
Login
0 Comments
Oldest