চাই পথের দিশা
চাই পথের দিশা
হাকিকুর রহমান
রাতের আঁধার কাটলো যবে
বাহির হলাম পথে,
চরণ দু’টো আর চলেনা
ব্যর্থ মনোরথে।
এদিক ফিরি, ওদিক ফিরি
পথটা গেলো কই?
বাহির ঘরের আগল খোলা
অন্ন বাড়ন্তই।
আগ বাড়িয়ে ভাবার আগেই
চুপটি মেরে যাই,
পথ হারানোর ভয়ে আবার
পিছন ফিরে চাই।
এক্কা দোকা খেলার ছলে
থাকি সবই ভুলে,
দেনা মোরে পথের দিশা
নাহয় নেনা তুলে।
Subscribe
Login
0 Comments
Oldest