আমাদের যেন গল্প হোক
আমাদের যেন গল্প হোক
তুমি চেয়েছিলে আকাশ ছুঁতে
আমি চেয়েছিলাম পাহার চূড়া
তুমি চেয়েছিলে বিলাসি জীবন
আমি দেখেছিলাম ভোরের পাহাড়
তুমি দেখে ছিলে স্বপ্ন কেবল
আমি স্বপ্ন পূরণের অঙ্গীকার
তোমার আমার শুরুটা ভাল
এখন কেবল শব্দ শোক
তুমি আমি নাই বা থাকি
আমাদের যেন গল্প হোক।
তোমার মহান ইচ্ছে দের
আবার যেদিন মৃত্যু হবে
তোমার উচ্চাকাঙ্ক্ষা গুলো
আবার যেদিন নীরব রবে
সেদিন আমাদের দেখা হবে
কোন মনুষত্ব উপত্যকা মাঝে
আমি সেদিন বলব তোমায়
ভাববো তোমায় মানুষ সাজে
সবাই জানবে আমায় তোমায়
জানতে চাইবে নতুন লোক
আমি তুমি নাইবা রইলাম
আমাদের যেন গল্প হোক।
মন কেমনের দিনগুলো সব
এক লহমায় সুখ মাখবে
তোমার ছোঁয়া আলতো করে
যখন আমায় মনে রাখবে
তখন তুমি হয়ত নতুন
নতুন স্বাদে আকাশ মাঝে
তোমার অভিলাষী আকাশ
দেখব চেয়ে কোন সাঁঝে,
তখন আমরা করব বরন
মরন হাতের দুঃখ ক্ষোভ
আমি তুমি নাইবা রইলাম
আমাদের যেন গল্প হোক।।