ভালোবাসি
ভালোবাসি
-ভাস্কর পাল
ব্যার্থ হৃদয়, ব্যার্থ অপেক্ষা সময় গিয়েছে থমকে,,
তখনই তোমার করুন দৃষ্টি অবাক করিল আমাকে।
নিস্তব্ধতা কাটিয়ে উঠে, স্তব্ধতার ঘোরে;
তোমার নামটি হৃদয়ে গেঁথেছি আলতো ছোঁয়া ফেলে।
কঠোরতার শুন্য বুকে, কত না পাথর চেপে
ভালোবাসার স্বপ্নতরী বুঁনছি অজান্তে।
গোলাপ কুঁড়ি ফুটছে মানেই, নষ্ট হওয়ার শঙ্কা
তোমার প্রতি ভালোবাসাটা এনেছে মনে ঝঙ্কা।
ভোরের রবির আলোর ছটায়, ভাসে তোমার মুখ
কপোলতলে জল বইছে ওটাই রাতের সুখ।
হৃদয় মম আকর্ষিত, ভালোবাসা না মোহো-
কিছু ভালোবাসা অন্তরালেই থাক না গোপনীয়।
কিছু ভালোবাসা অজান্তেই রয়, প্রকাশ্য যে পায় না-
তা বলে সেই ভালোবাসাটা ক্ষয়েও কিন্তু যায় না।
মনের খাতায় থেকে যায় তবু, কত অজানা স্মৃতি-
সময়ের ভিড়ে ভালোবাসা আছে অজান্তেতেই বন্দি।
অজানা সুখেই থাক না তবে ভালোবাসাটা গচ্ছিত,
প্রকাশ্যেতে যদি হয় হৃদয় মোর চূর্ণিত।।