পথিকের পথ
ওহে পথিক,
ফেলিও চরণ সঠিক।
রহিতে পারে পথ কন্টকে ভরা
ঝরিতে পারে সেথা ফুল
রক্তাক্ত হতে পারে চরণ দু’খানি
হয় যদি কোনও ভুল।
দলিয়না ঝরা পাতাগুলিকে
বধিওনা সেথা ফুলকলিকে
প্রভাতফেরী শেষে
পূর্ব গগনে উঠিল সূর্যমনি স্ফটিক।
অধরা রহিয়া যায়
বারেক ফিরিয়া চায়
আছেতো পড়িয়া সারা দিনমান
পা বাড়িয়োনাকো আর বেঠিক।
Subscribe
Login
0 Comments
Oldest