পথশিশু
ক্ষুধার জ্বালায় জ্বলছে যায় নিষ্পাপ মুখ,
তিন বেলা খাওয়ার মাঝেই তাদের সর্ব সুখ!
ক্ষুদ্র প্রাপ্তিতেই মেলে দেয় মুখের মিষ্টি হাসি,
অবজ্ঞার মেঘে ডেকে যায় তবু পূর্ণিমার শশী!
ঘর ছাড়া ঠিকানা ছাড়া রাস্তায় মিলে ঠাইঁ,
কেউ বলে পথশিশু_কেউ বা ডাকে টোকাই!
অনাহার মেটাতে সদা ছুটে যায় মানুষের ধারে,
কেউ-বা করে ক্ষণিক সাহায্য,কেউ ধরে মারে!
পায় না কারো স্নেহ আদর না পায় ভালোবাসা,
ঘৃণার চোখে তাকায় সবে ছুঁড়ে দেয় মন্দ ভাষা!
ঝড় বৃষ্টি শীতের মাঝেও রাস্তায় তাদের আবাস,
অসহায়ত্বের তীব্র আঘাতে আত্ননাদ হয় প্রকাশ!
ইচ্ছে গুলো সব ভিজে যায় চোখের পানিতে,
স্বপ্ন গুলো বন্দী কোনো মতে খেয়ে বেঁচে থাকাতে!
কেউ জানে না তার ঠিকানা,কে বা মা বাবা তার,
চোখ মেলেই দেখেছে এক আঁধারে ঘেরা সংগ্রামের পাড়!