কেউ খোঁজ রাখেনি
কেউ খোঁজ রাখেনি শরীর জুড়ে
প্রত্যেকটি সমাধানের সূত্র ধরে এগিয়ে গিয়ে
যে কথাগুলো ফালাফালা হয় ব্যর্থ শব্দের অভিধানে
তাঁরা আজ মৃত্যুর প্রাসাদ গড়ে,
দেবতা নয় মানুষ নয় পশুও নয়
তবুও কেউ খোঁজ রাখেনি তাঁকে….
পায়ের নিচে দেবতাকে রেখে
হে পৃথিবী আমি জানতাম
পুরুষ পুড়ে যাবে নারীর শাড়ির ভাঁজ পরা আঁচলে:
লুকিয়ে থাকা সমস্ত অভিনয় ঝলসে উঠবে
কোনো এক শেষ বিকেলের গল্পের আঙিনা জুড়ে।
কেউ খোঁজ রাখেনি
আমি একা বেকার যুবকে পরিণত হয়েছে বলে,
বহুদূরে একদিন চলে যেতে হবে
জলের অন্ধকার চোখে মেখে।
আমি এলোমেলো ছবি এঁকেছি চোখের অনাবিল
পার্শ্ব চরিত্রে
তারপর ভালবাসার বাষ্প দুই মেরুর ভাঁজে
অথচ ফিকে হয়ে গেছে প্রিয় রঙ
দেবতার ছবি আঁকতে গিয়ে।।