তোমাকে চাই
তোমর কাঁধে মাথা রেখে, বিকেল গড়িয়ে পড়বে, নারকেল গাছ বেয়ে
তোমার তর্জনী দিয়ে সরিয়ে দেবে, চোখের ওপর এসে পড়া-লকস্
আমি, ঐ দূরে চেয়ে থাকবো, তুমি দেখবে আড় চোখে;
আমি সেই, তোমাকে চাই-
তোমার ঘর্মাক্ত শরীর যখন, এলিয়ে পরবে কলেজের মাঠে, ম্যাচ শেষে
তোমার তৃষ্ণা মেটাতে আমি, দৌড়ে গিয়ে ধরবো এক ঠান্ডা, জলের গ্লাস
আমি, তখন তোমার চোখে, আমাকে দেখবো;
আমি সেই, তোমাকে চাই-
তোমার সঙ্গে পালিয়ে, আইনক্সে ম্যাটিনী-শো দেখবো
তোমার হাতে রাখা কোন থেকে, পপকর্ণ খাবো একসাথে
আমি, তখন ঐ উগ্র বডিস্প্রের গন্ধে, আরও কাছে টেনে নেবো তোমাকে;
আমি সেই, তোমাকে চাই-
তোমার গর্জে ওঠা কন্ঠ শুনবো, আমার বিপদে-আপদে
তোমার রক্তরাঙা মুখ হবে, আমার আশ্রয়-আমার অভিমান
আমি, অবাক হয়ে দেখবো, আরও ঋণী হবো তোমার কাছে;
আমি সেই, তোমাকে চাই-
তোমার রাজনৈতিক বক্তৃতায় যখন, সাম্যবাদের কথা শুনবো
তোমার ইউনিভার্সিটির, সামনের রাস্তায় দাঁড়িয়ে-তখন
আমি, তোমার মধ্যে খুঁজবো, আজকের একজন দেশনেতাকে;
আমি সেই, তোমাকে চাই-
তোমার কাছে আমি, আফ্রিকার ইতিহাস শুনবো, পড়ন্ত বেলায়
তোমার বোঝানো সভ্যতায়, আমি রঙ দেবো ক্যানভাসে
আমি, সমৃদ্ধ হবো, আমি গুনি হবো;
আমি সেই, তোমাকে চাই-
তোমার সাথে হাতে হাত ধরে, সংহতি পার্কে ঘুরবো, বসন্ত বেলায়
তোমার হাতের উষ্ণ চাপে, আমার আঙ্গুলেরা, পরিণত হবে
আমি, মনে-মনে আরও, আপন হবো তোমার;
আমি সেই, তোমাকে চাই-
তোমার প্রথম চুম্বনের স্পর্শে, আমার সারা শরীর হবে হিমল
তোমার অনুসন্ধিৎসু চোখ, খুঁজবে আমার আমিকে
আমি, শিহরিত হবো, অকালবোধনে-
আমি সেই, তোমাকে চাই-
তোমার বা হাতটা, বুকে জড়িয়ে আমি, শুয়ে থাকবো
তোমার নিঃশ্বাস, আমার চোখে-মুখে এসে পরবে
আমি, বন্য হবো, আমি ধন্য হবো;
আমি সেই, তোমাকে চাই-