আর্তনাদ
বুকের ভিতরটা আজ দগ্ধ হচ্ছে অনুশোচনায়
কিচ্ছু করতে পারিনি, কতো আর্তনাদ শুনেছি
নিষ্পলকে দ্যাখেছি আর্তনাদের ভঙ্গি —
দু’হাত তুলে, মাটিতে গড়াগড়ি খেয়ে, পা ছুঁয়ে।
শুনেছি আবরার ফাহাদ – বিশ্বজিৎ-এর আর্তনাদ
কেঁপে উঠে কেঁদে ছিলো হৃদয়, – ওঁরা ছিলো নির্দয়
জীবনের মূল্য কচুরিপানার মতো-স্টিগার চাপলে-ই শেষ
বিচার বাদুড়ের মতো ঝুলে থাকে আদালতে।
শুনেছি কাঁটাতারে ফেলানীর বিভৎস আর্তনাদ
নুসরাত জাহান রাফির লোমহর্ষক আকুতি —
অকর্ণ পৃথিবী আজ বধির, বিকলাঙ্গ —
মেরুদণ্ডহীন বিচার ব্যবস্থা।
শুনেছি সীমান্তে ওপারে তাবরেজ আনসারীর আর্তনাদ
দৌড়িয়ে দৌড়িয়ে ক্ষমা ভিক্ষে চেয়ে রিফাতের আর্তনাদ
পৃথিবী তন্দ্রাচ্ছন্ন, নেশাগ্রস্ত ক্ষমতার —
আকুতি-মিনতি-কাকুতির ধারে না ধার।
শুনেছি লাশকাটা ঘরে পোস্টমর্টেমকৃত লাশের আর্তনাদ
রিমান্ডের নামে নির্যাতিত নিপীড়িত মানুষ গুলোর বেদনাদায়ক আর্তনাদ।
২৩/১০/২০২২ইং, সৌদি আরব