কেউ ভালোবেসে
কেউ ভালোবেসে
—————————————-
কেউ ভালোবেসে নিজেকে নিঃশেষ করে প্রতিদিন
প্রদীপ হয়ে তিমিরের বুকে আলো ছড়ায় তাপহীন,
কেউ ভালোবেসে দেবদারু চুলের উদাসী বাউল হয়ে
কষ্টের ফেরি করে দ্বারে দ্বারে।
কেউ ভালোবেসে সমুদ্র অবগাহনে নামে
সাহসী পুরুষ সেজে নোনাজলে সাতঁরায়,
কেউ ভালোবেসে পাথর বনে যায়-
বেদনার বেনোজলে ভেসে আসা
স্রোতের শ্যাওলা জমে জমে তার বুকে,
সবুজাভ নীল রঙের চর জেগে উঠে।
কেউ ভালোবেসে নিজস্ব আঙ্গিনায়
বেমালূম ভুলে যায় ভালো-বাসাবাসি,
দূরত্ব মেলে ধরে সময়ের সমন
কাঁচের হৃদয়ে উদ্বেলিত হয়না ভালোবেসেছিল কখনও।
কেউ ভালোবেসে বুকের সীমানায় দিয়ে রাখে অর্গল
ভুলে যায় খুব দ্রুত ভালোবাসার সংজ্ঞা কি ছিল?
জাগেনা বুকের গভীরে কোন দ্রোহের দাবানল
গাঁটছড়া প্রেম উবে যায় মেঘ,পাহাড়ের সন্ধিক্ষণে,
এরপর ভালোবাসা হয়ে পড়ে নিঃস্ব,অসহায়-
তবুও কেউ ভালোবেসে নিজেকে নিঃশেষ করে প্রতিদিন।।