বসন্তের সুরে
বসন্তের সুরে
– ভাস্কর পাল
বসন্তের তুলির টানে, ফাগুনের সুরেলা ছন্দে
রঙিন মেঘের ছোঁয়ায়, স্বপ্ন তরী ভাসে।
শিমুল – পলাশের সেই মিষ্টি ঘ্রান
দিগন্তের গোধূলি নিস্পন্দে, লেগেছে বসন্তের পরশ।
বসন্ত উৎসবে মেতেছে চারপাশ
রঙে-রঙে হয়েছে নবাগতদের আলাপ।
বসন্ত আলিঙ্গন করেছে প্রকৃতিকে,
নর-নারী আবিরে রাঙিয়েছে অনুভূতিকে।
বসন্ত মানেই উল্লাসে বাঙালি
আবিরে রাঙাবে সাদা-কালো ঝাপসা স্মৃতি।
বসন্ত মানেই রঙিন হওয়ার দোল যাত্রা,
রাধা-কৃষ্ণের প্রেমের সেই মিলন খেলা।
রঙ ঋতুর মিঠে প্রকৃতি মাতালো আবেগী মন,
মন প্রীতির আবির খেলায় আনন্দ স্রোতের প্লাবন।।
Subscribe
Login
0 Comments
Oldest