ব্যর্থতা-৩৮
ব্যর্থতা-৩৮
– অভিজিৎ হালদার
আকাশের তারাগুলি আদিম হয়েছে আজ
জোনাকিদের হাড় ভাঙার শব্দে
বিরহ হয়েছে ঢের বেশি রাত
কবে কার আদিম মেয়ের মুখের পানে চেয়ে
ভালোবাসা শিখে ছিলাম
তাঁর হৃদয়ের সমুদ্রের গভীরে তলিয়ে গিয়ে।
রাত রাত্রি বড়ই অদ্ভুত সুন্দর
পুরুষের শরীরে মেয়েলি গন্ধ
ডুবে যায় গভীর নিদ্রায় নিঃশ্বাস মগ্ন অচেতন
আদি হেমন্তের রাতে নারী শক্তির কাছে পুরুষের হৃদয়
পুষ্প রেণু সফলতা।
মনে হয় ছুঁটে চলেছে পৃথিবীর বার্ষিক গতি
প্রেয়সীর ঠোঁটে যেন মহাশক্তির জাগরণ
টের পায় পুরুষ। পুরো দমে।।
Subscribe
Login
0 Comments
Oldest