প্রকৃতির আক্রোশ ~পার্থ বসু
কেন ওই রুদ্রমূর্তি ধরিল আদিত্য অদ্য,
কেন ই বা তাহারি তেজ এতো প্রবল ,,
কাহার নির্দেশে পবন বহিতেছে উত্তাপ বায়ু?
পুকুর শুকাইয়াছে তাহারই জল?।
ঝলসানো দুপুরে ওষ্ঠাগত প্রাণ,কে লইবে ইহার ই দায়ভার- বল তোরা বল,,
প্রকৃতির কোমল রূপ খানি দেখিয়াছ তুমি,দেখো নাই তুমি তাহার সহিত খেলিবার ফল।
বিজ্ঞান,সভ্যতা,না কি লালসা? না কি সুখের অসুখ,,
কিসের লাগি ওই প্রকৃতির সম্পদ করিয়াছ তছরূপ।
চূর্ণ বিচূর্ণ করিলে গিরি,বুজাইয়া ফেলিলে জলাশয়,অরণ্য খানি ফেলিলে কাটিয়া,বলো ইহা কাহারি দোষ ?
ভাবিয়া দেখো দায়ভার এই সমগ্র মানব জাতির
প্রকৃতি বাঁচিলে বাঁচিবে যে তুমি,ইহা প্রকৃতির আক্রোশ।
Subscribe
Login
0 Comments
Oldest