~কথা দিলাম~
ধরে নাও আজও আমরা অচেনা।
আজও দুটো সম্পূর্ন পৃথক জগতের বাসিন্দা আমরা।
না তো তুমি অন্য কারোর হাত ধরেছ,
আর না তো আমিও চেয়েছি অন্য কোনো দিকে।
হঠাৎ একদিন তোমার সাথে আমার দেখা।
বিয়ে বাড়িতে।
না না…!
রেল গাড়িতে।
একই কামরায় দুটি আলাদা জানালার সঙ্গী আমরা।
হঠাৎ তোমার দিকে চোখ পড়ল আমার।
চেয়ে রইলাম মিনিট পাঁচেক ধরে।
বৃষ্টি দেখতে ব্যাস্ত তখন তুমি,
জানলাটাকে একটুকু ফাঁক করে।
আপন মনেই ঘুরলে এবার তুমি।
চোখ রাখলে আমার চোখের নীড়ে।
ভাবছি কেন লাগছে পৃথক তোমায়?
সঙ্গে থাকা হাজার লোকের ভীড়ে।
ধরো, তখন আমি এমন ভীতু নয়।
না তো আছে লাজুক সভাব খানি।
তাই সোজা তোমার সামনে গিয়ে আলাপ করলেম শুরু।
জানলাম একই গন্তব্যের দিকে পারি দিয়েছি দুজনেই।
বাড়ি থেকে পালিয়ে, নিজেকে খোঁজার উদ্দেশ্যে।
কথা বলতে বলতে একটা সম্পর্কও তৈরি হবে।
হয়তো সেটা বন্ধুত্বের।
পরদিন পৃথক হলেও যোগাযোগটা কিন্তু থেকেই যাবে।
থেকে যাবে মাঝেই দেখা করা।
তারপর একদিন সাহস করে তোমাকে মনের সব কথা গুছিয়ে বলে দেব।
আর তুমিও একবারেই রাজি হয়ে যাবে।
এরপর একসাথে কত ঘোরা,
কত রাত জেগে কথা বলা,
তোমাকে নিয়ে কত কবিতা লিখে তোমাকেই শোনানো।
পুরো পাঁচ বছর আমরা শুধু এক সাথে থাকব।
এর বেশি বই কম নয়।
তারপর যখন তোমার বাড়ির লোকেরা আমাদের ব্যাপারে জানতে পেরে বাঁধা দিতে আসবে,
তখন সবার চোখের আড়ালে তোমায় নিয়ে পালিয়ে যাব?
না। আমি না হয় তাদেরকে একবার শেষ বারের মতন বুঝিয়ে দেখলাম।
তুমি দেখ, তারাও রাজি হবে।
তারপর আমাদের বিয়ে হবে।
ধুমধাম করে গোটা পৃথিবীকে জানিয়ে।
সব কিছু আমাদের ইচ্ছে মতনই হবে।
আর……🤫
তবে হ্যাঁ। যা হবে সবই পরের জন্মে হবে।
এই জন্মে নয়।
এই জন্মে আমাদের সম্পর্কটা দিগন্ত রেখার মতই থাক।
যার না আছে কোনো ঠিকানা।
আর না আছে কোনো অস্তিত্ব।
যা শুধু কল্পনার মধ্যেই সীমিত।
এই জন্মে আমিও যে খুব ভীতু ছিলাম।
তাই তো তোমায় হারিয়েছি।
তোমার গায়ে যাতে কাদা না লাগে,
তাই একসাথে বৃষ্টিতে ভেজার সপ্ন গুলোকে না হয় স্বপ্নই করে রাখলাম।
পরকীয়া নামের কলঙ্কটা না হয় গায়ে ছোঁয়ালাম না।
দূরে থাকলাম যাতে আমাদের মানুষ গুলোও ভালো থাকে।
তবে হ্যাঁ। পরের জন্মে এতটা স্বার্থপর হব;
যে অন্য কারোর কথা ভাবব না।
শুধু আমি আর তুমি।
পরের জন্মে তোমায় এত এত ভালোবাসবো।
এখন এই জন্মে দুজনে একটু দায়িত্ব পালন করে নিই।
তুমি সেই শুরুতে যার হাত ধরে ছিলে, তাকেই এখন আগলে রাখো।
জানি না পরের জন্মেও আমি তোমার প্রথম পুরুষ হতে পারব কি না।
তবে উত্তম পুরুষ হয়ে উঠব।
কথা দিলাম……।😅