প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এই দ্বন্দ্ব হিংসার বাজারে নিজের চেনা মানুষগুলোকে আর চেনা যায়না।
যে গলা আগে এক কথা বলতো
এখন বলে অন্য কথা।
আবার হয়ত সে একই কথা বলছে
যার অর্থ আলাদা।
স্বার্থ একটা বিষ,
যা দুনিয়ার সকল মানুষের মধ্যে জন্মগতভাবে থাকে।
যে একে অধিক প্রাধান্য দেয় সে হয়ে ওঠে স্বার্থপর-
ফলে বিষের জ্বালায় ক্রমশ জ্বলতে থাকে,
রেহাই মেলে না কোন কিছু থেকে,
অঝোর ধারায় নয়নের জল ঝরিয়েও।
যে দেয়না গুরুত্ব এতটুকু সে হয় পরার্থপর-
উন্নত মন মানসিকতা চিন্তা ভাবনার অধিকারী,
এক সুন্দর জীবন অতিবাহিত করে।
বর্তমানে এ মিথ্যার যুগে সত্য যখন ধ্বংস হচ্ছে,
দেবতার আসনও ঘিরে ফেলছে যে মিথ্যা-
তখন তাকে রুখবে কে?
তাই মিথ্যার রাজা হওয়ার পথও সুগম
এ বিশ্ব জগতে –
দ্বন্দ্ব হিংসার বাজারে নিজের চেনা মানুষগুলোকে চিনব কীভাবে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯মে,২০২৩,বিকাল ৪টা, বারুইপুর

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 200Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।