ছোটো বড়ো
ছোটো দেহেও বড়ো হৃদয় থাকে,
চাঁদের আলো এত মিষ্টি তবু আছে কলঙ্কের বিষ তার উৎসে।
ছোটো দেহও দিতে পারে সীমাহীন ভালোবাসা,
সূর্য ক্ষুদ্র তবু ছড়ায় আলো যতটা পারে অন্তহীন আকাশে।
ছোটো দেহেও বাস করে ছোটো দেহ,
এক বিন্দু জলও ঘর বাঁধে এক বিন্দু জলের সাথে-
ক্রমে বেড়ে বেড়ে জন্ম হয় সাগরের।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬ই জুন,২০২৩,সকাল ৯:৪০, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest