ব্যর্থতা-৪৬
ভালোবাসার সাগর বয়ে চলেছে বহুদূর
পৃথিবীর সীমানা বুঝি ঝরে গেছে ফুল হয়ে
পাহাড় শৃঙ্খল মরুভূমি বন্যা বনাম বনলতা সেন
আমি জীবনানন্দের জীবাশ্মের ছায়ার সন্ধানে সন্ধ্যা নামে প্রদীপের গা ছুয়ে হালকা কালির গহ্বর জুড়ে।
সে কোথায় যায় প্রিয়শ্রেয়সীতমালীকনা – ঘাসের বেদনা ভেদ করে উঠলে ওঠে শিশির: শিল্পীর চেতনা চোখের শিরার রক্তে বয়ে চলে।
ভালোবাসা ভালোলাগা জানি চিরসত্য কিন্তু চিরস্থায়ী নয়
চলন্ত গতি আমরণ নয়
নিমন্ত্রণ কিন্তু আত্মীয়তা নয়।
Subscribe
Login
0 Comments
Oldest