khusi theko
খুশি থেকো
————–
আমার পানে না চেয়ে
খুশি থেকো ,
একটা সম্পর্ক তার স্থায়িত্ব তার গভীরতা
নির্মাণে অনেক টাই সময় লাগে
নিমেষের কিছু ভুল বোঝা মান আর অভিমান
এদের সংঘর্ষে তাসের ঘরের মতো ভেঙে যায়
এখানকার জীবনের গতিধারা এমনি
এলোমেলো বাতাস মনকে ভাষায় সুদূরে
দূরবীনে চোখ রেখে ও
তবু না দেখা নক্ষত্র কেমন
বহুদূরে জেগে থাকে,
তার আলো দেখা যায় না
তবুও বৈচিত্রে সে থাকে মনে প্রাণে
সে যেন অনন্ত নীরবতার
মাঝে চেয়ে থাকা ,
মানুষ মানুষের জন্যই বেঁচে থাকে
তার অবর্তমানে শোক দুঃখ
লেগে থাকে স্বল্প দীর্ঘতায়
ভুলে যাওয়া ব্যাতিত
নেই কোনো উপায়
তবুও বেদনা তবুও গুমরে ওঠা কান্না
হায় এটি হয়তো জন্ম পরবাসে
———————————————
রামপ্রসাদ দাস