অবহেলা
তুমি বরং চূড়ায় থাকো-
জোৎস্না মাখা ওই দূরাকাশ,
তারার সঙ্গে কথা বলো।
আমার না-হয় একলা পাতাল
ছায়ায় ঘেরা নীল বেদনা,
থাক ঘিরে থাক নিকষ কালো।
তুমি না-হয় দূরেই থাকো-
মেঘ সারথীর উপর থেকে
গায়ে রবির কিরণ মাখো।
আমার না-হয় সবটুকু জল
টিনের চালে নৃত্য নুপুর,
কদমফুলের প্রেম টলমল।
তোমার না-হয় সবকিছু থাক
প্রেম, মমতা, মায়ার খেলা-
আমিই বরং একলা হাটি
নিত্য নিয়ে প্রেমের হেলা।
Subscribe
Login
0 Comments
Oldest