অব্যাক্ত কথা
কল্পিত রাজ্যের বুকে,
তুমি নিয়ে এসেছ অপরিচিত কিছু উদ্দেশ্য,
যা সাফল্যময় করার তাড়না আমার খুব প্রিয়।
ঐ কাঁটাময় পথে আমি ভয় পাই না,
কারন, সপ্তর্ষির আলঙ্কারিক প্রতিরূপ এর মতো আমি অস্থির,
আমার লক্ষ্য পূরণে।
অজান্তেই-
স্পর্শহীন গহীনতায় তুমি আমি হারিয়ে যাচ্ছি,
ঐ পথবিমুখ হওয়া আমাদের কল্পনার অতীত,
এমন মনে হয়।
আমি কখনো চাই না অন্তহীন পথের অন্ত হউক তোমার আমার।
চেয়ে দেখ আমাদের যাত্রার পথে,
যতই এগুচ্ছি সংকীর্ণতা যেন সরলতায় পরিণত হবে এমন আশ্বাস দিচ্ছে।
তবে একটা ব্যাপার জানো –
এই অন্তহীন যাত্রাপথে,
তোমার আমার পদচিহ্নগুলো সাক্ষী দিবে আমাদের ভালোবাসার গভীরতা কতটুকু?
Subscribe
Login
2 Comments
Oldest