প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অভিমান
হাকিকুর রহমান

শুধাবোনাকো আর কোনদিনও তোমারে,
দাঁড়াবোনাকো আর ক্ষণিকের তরে, তব দ্বারে।
বাড়াবোনাকো আর হস্ত দু’খানি প্রসারিত করে,
রহিবোনাকো আর ম্রিয়মাণ হয়ে, তৃষায়িত ভোরে।।

বাড়ুক না জঠরের জ্বালা,
তবু চাহিবোনাকো আর ক্ষুধার অন্ন-
দিয়েছি তো হৃদয়ে তালা,
হতচ্ছাড়া আমি, তাই ভাগ্যটা হয়নি কখনও প্রসন্ন।

বিবেকের কিনারাতে খুঁজি,
এ যেন আমার আজন্ম অভিশাপ-
অন্তক্ষরণের পর বুঝি,
এ ভুলের নাই কোন পরিমাপ।

না যদি ফুটে ফুল,
না যদি ভাঙ্গে ভুল,
না যদি ভিড়ে তরণীটা কুলে-
তবুও কহিবোনাকো আর, ডেকে নিও কাছে মোরে।।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে