অভ্যাস
না শোনার অভ্যাস বদলাতে বদলাতে কেটে গেল এক যুগ!
তবু ‘না’ শুনতে হয় রোজ
‘না’ এর নামে মা জপলে এতদিনে নাব্রহ্মার বর বলিয়ান হয়ে –
নাশুরে পরিণত হয়ে ত্রিলোকের অধীশ্বর হয়ে যেতাম
তবু না শোনার অভ্যাস বদলাতে পারা গেল না।
না এর নামের নামতা পরতে পরতে নুন আন্তে পান্তা ফুরায়
না এর নামাজের আজান শুনতে হয় ‘না’।
তবু না শোনার অভ্যাস বদলাতে পারা গেল না।
না বলার অভ্যাস নেই যাদের
তাদের না শোনার নিরোধ পরেও রেহাই নেই
অপ্রিয় শব্দের ভিড়ে সব চাহিদার উত্তর ই না ।
তবু না শোনার অভ্যাস বদলাতে পারা গেল না।
না এর আগে অ পরে না না অক্ষর জুড়লেও
নায়ের নামের নামতা মুখস্ত হয় না
তবু না শোনার অভ্যাস বদলাতে পারা গেল না
না না কারনে ।