অমোঘ বাণী
অমোঘ বাণী
হাকিকুর রহমান
কী প্রশান্তি, কী মমতা, কী অনুভূতি
কিসের সংকেত, কিসের দিশা, কিসের ভবিষ্যৎ বাণী-
প্রকাশ করতেই হৃদয় হতে উদগত হয় বিচ্ছুরিত আভা।
অনাবিল, অনিঃশেষ, অনুপম-
সে এক অমোঘ বাণী,
নিঃসৃত হয়ে শিরায় শিরায় প্রবিষ্ট হয়।
মিশে যায়, মিশে যায় প্রতিটি রক্ত কণিকায়,
খেলা করে সব চেতনাকে একীভূত করে
হৃদয়ের অভ্যন্তরে-
নির্দেশ প্রদান করে স্বাধীকার থেকে স্বাধীনতার,
নির্দেশ প্রদান করে হাতে হাত ধরে কাজ করবার,
নির্দেশ প্রদান করে যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াবার,
নির্দেশ প্রদান করে কারও কাছে নতি স্বীকার না করার,
নির্দেশ প্রদান করে জুলুম ও জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করার,
নির্দেশ প্রদান করে দেশ মাতৃকার তরে প্রাণ পর্যন্ত উৎসর্গ দেবার ….
আর তাহা ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে ঘুরে ফিরে
সারা বাংলার আকাশে বাতাসে।
যাকনা বয়ে শত বছরের ঢেউ, সেতো শানিত হতে থাকবেই
আর আশা জাগাবে, প্রতিটি শোষিত, নিপীড়িত, আর্তের প্রাণে।
(“বঙ্গবন্ধু” কাব্য থেকে।)