আইন বাড়ি
আইন বাড়ি
কবি জীবন রাজবংশী
মানুষ হত্যা হলে হয়-
ফাঁসি নয়তো যাবজ্জীবন,
মনুষ্যত্ব হলে নয় কেন?
নারী নির্যাতনেও তাই,
তবে –
মাতৃনির্যাতনের নয় কেন ?
বধূ নির্যাতনে দন্ডনীয় অপরাধ ,
তবে-
বর নির্যাতনে নয় কেন?
তবে কি তোমরা রাজমিস্ত্রি?
অন্যের ফরমায়েশে বানাও
আয়ন বাড়ি।
টাকার ওপর টাকার কাঁড়ি
তাই দিয়ে তোমরা –
ছোট বড় বানাও আইন বাড়ি।
তোমাদের আইন বাড়িতে বিচার হয়
কালো রাতে,
দোষীরা পায় মুক্তি, নির্দোষীরা সাজা
সাঁঝ প্রভাতে।
তবে হে রাজমিস্ত্রী তুমি যার ফরমায়েশে করছো
এই ফাঁদশালা ,
তোমাদের সকলের হবে –
ওই ফাঁদ জ্বালা।
Subscribe
Login
0 Comments
Oldest