আমনের স্পর্শ
আমনের স্পর্শ
আহমেত কামাল
শীত এলে,মা
চিনিগুঁড়ো রোদ দিয়ে বানাতেন
আমাদের উঠোন।
মা,জানতেন-
শীত এলে সবকিছুই সাজিয়ে রাখতে হয়
ধানের পালা – থাকা
কিংবা -না,থাকার
সাহস।
সবার দেখাদেখি মাও, সাজাতেন
কিন্তু উঠোন কিছুতেই আমনের স্পর্শ হইতে চাইতো না।
Subscribe
Login
0 Comments
Oldest