আমার নাম সময়
আমি তোমাকে সর্বত্র খুঁজেছি।
গোটা বিশ্ব স্বর্গ পাতাল মহাকাশ সূর্য চন্দ্র
এমনকি লক্ষ কোটি তারাতেও-
কিন্তু কোথাও পাইনি।
কোথাও তুমি নেই।
তোমার কি মৃত্যু হয়েছে
নাকি তুমি নতুন করে জন্মগ্ৰহণ করবে?
এসবের কোনো খবর নেই আমার কাছে।
আসলে আমার নাম ‘সময়’।
এই বিশ্ব ব্রম্ভান্ড যখন সৃষ্টি হল
তখন আমারও যাত্রা শুরু হল।
আজও অব্দি সে যাত্রা চলছে।
আমার একটা বৈশিষ্ট্য হল যে,
আমি অতীতকে মনে রাখিনা
ভবিষ্যতকে নিয়েও ভাবিনা।
আমি শুধু বর্তমানকে জানি, বুঝি
আমার নামও যে তাই ‘বর্তমান’।
তোমার মৃত্যু হলেও আমি তা জানিনা
তোমার জন্ম হলেও আমি তা জানব না।
তাই আমার কাছে তুমি নেই,
তোমার অস্তিত্ব নেই।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮ই মে,২০২৩, বেলা ১২টা, বারুইপুর