ইচ্ছা
কোনো এক অজানা শহরে
এক নবজাগরণ পরেও
আকাশ থেকে খসবে তারা
ঝড়ের রাতে ঝরবে পাতা।
আকাশ নদী পাহাড় এসে
বলবে কথা পাখির সাথে,
মাঝরাতে ঘুমের মধ্যে
দেখবো আমি গেছি চাঁদের দেশে।
লাল নীল হলুদ ঘুড়ি
উড়ছে সব মাথার উপর দিয়ে,
মেঘ ছুঁয়ে রং ছড়াবো
কুয়াশা ঘেরা ফুলের বাগানে।
Subscribe
Login
0 Comments
Oldest