উটের কান্না – আহমেত কামাল
উটের কান্না
আহমেত কামাল
যাকিছু দিয়েছিলে,,,
কল্পনায়
ঢেউহীন।
আমরা কী আবার আকাশ হতে পারি না?
কিংবা -নীল
কাঁচের পরী
ভেজা বিকেল
অথবা এঘর/ ওঘর।
তুমি কী এখনও এঘর/ ওঘর হও?
যখন বৃষ্টি নামে,,,
যাও,,লেবুবন
হালোট অথবা
সাঁওতালি হাঁস তাড়াতে?
উপলব্ধিতে কিছুই নেই
একটা মধ্যরাত
কিংবা রাতের মধ্য।
-মাত্র একটা রোদহীন দুপুর
সেখানেও উটের কান্না। থেমে,,থেমে__
Subscribe
Login
0 Comments
Oldest