এগিয়ে যেতে হবে
যদি এগিয়ে যাওয়ার নামই জীবন হয়
তবে আমি ব্যর্থ হতে চাই
ব্যর্থ হওয়ার মতো করে।
মৃত্যুর প্রতিশোধও আমাকে আরো পথ দিতে চাই
মুঠোয় আমার প্রাণ সমুদ্র সংকেত পিরামিড
বাড়ছে আমার পরাজয় নিশ্চয় বিষন্ন চোখ।
যদি মৃত্যুর পর এক দিনের ও বেশি বেঁচে থাকা যেত
তবে আমি ব্যর্থই হতে চাইতাম
পরাজয়ের মতো করে –
অন্যকে জিতিয়ে যে জয় আমি পাই
তাহা ঢের বেশি প্রিয় বিপ্লবের ছায়াতলে।
এগিয়ে যেতে হবে
ব্যর্থ হাসি দিয়ে ঈগলের চোখ বুনে
পৃথিবী হবে ক্লান্ত আমার জীর্ণ শরীরে
সামনে নাকি ক্রমাগত আকাশ মিশছে নীলে !
তবু জ্যামিতি নীল ডায়েরির ভাঙা চাঁদ হয়ে
দেখা দেয় গ্যালাক্সির খরস্রোতা নদীতে…….