এলোমেলো ভাবনারা
অসংখ্য যুক্তির দেওয়াল ভেঙে পড়ে,
সমস্ত কণ্ঠস্বর নিজের অস্তিত্ব কে ভুলিয়ে দেয় তোমার ঠিকানায়,
যেখানে পাহাড় তলির জনপদ,
সুখী মানুষের পথ পেরিয়ে নির্বিচার,
নির্বিকার ধূসর প্রশ্নের অনুপ্রবেশ
ঘটেছে আমার শরীরে ,মননে,
ঝর্নার আনন্দ ধারায় কোনো আনন্দ নয়,
যেনো তার উদ্দামতা আমার মনের উদ্বেলতা কে ক্রমশ অনুপ্রবেশ করাচ্ছে,
ঝর্নার আলোর তরঙ্গ দেখার আনন্দ কোনো অংশে বেশি নয়,
তোমার চোখের নিগুরতার চেয়ে,
বাইফোক্যাল এর দৃষ্টি খোঁজে তোমার এক চোখের ঝাপসা নজর দিয়ে,
একটু খানি দেখতে চেয়ো অন্য চোখ দিয়ে,
রাতের বিদ্ধস্ত তায় আমার সংসার,তারাদের বুকে ক্ষোভ,
বৃত্তজুরে পথ চলা,কেন্দ্রে জলস্রোত,
তোমার আফিমে মিশেছিল জীবনের কাহিনী,নাকি কবিতার চোরা বালি?
এ শহরের অতীতে তুমি ছিলে,মেটামরফসিস এও তুমি থাকবে,
আর উল্লাসিক তারাদের ভিড়ে,অহেতুক মেঘেদের মেহফিল,
জ্যোৎস্নার ক্রন্দসী প্রতিলিপি,
তবু নীল সুতো খুঁজে ফেরে অকাতরে,বর্ণিল ছায়াপথে,
অভিনব রজনীর সেই সিমন্তিনী দিঠি।