ওতো, তোমারই সাথে সহবাসে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

*ওতো, তোমারই সাথে সহবাসে *                                                                                            ***কল্পতরু ***

সকালে ঘুম থেকে উঠে

নিজেই নিজেকে একটু চিমটি কেটে;

ওহো, আমি বেঁচে আছি!

জীবন্ত মানুষ, সেকি কখনও

মরনের কথা ভাবতে পারে?

না,না,না,কখনোই না !

বরং উল্টোটি-

এমনই কর্মবিস্তার

যেন অজেয় অমর !

ক্ষনিকের ভূলেও সেকি জানতে চায়

জীবন, তুমি মৃত্যু থেকে কত ব্যবধানে?

একশত বছর, একশত মাস, একশত দিন,

ঘন্টা, মিনিট, সেকেন্ড, বা সেকেন্ডরও কম?

তুমি কত ব্যবধানে ?

তুমি বলবে সত্তর বছর,

কেননা মনুষের গড় আয়ু তাই!

না,না,না-

তুমি বলবে ছমাস,

কেননা পাশের বাড়ীর কাকুর ক্যনসার হয়েছিল,

ছ’মাসই  ছিল বটে !

না,না,না-

তুমি বলবে চোদ্দদিন বা আরো কম,

কেননা  এতো   করোনা  (Corona) কাল!

না,না,না-

তুমি বলবে চারদিন,

কেননা লাল্টুর এক্সিডেন্ট হয়েছিল,

চারদিনই তো সে ছিল !

না,না,না-

তুমি বলবে ৭২ ঘন্টা,

কেননা ডাক্তারবাবু তো তাই বলে!

না,না,না-

তুমি বলবে  ২৪ ঘন্টা,

গতকালই ঐ আগরওয়াল বিল্ডার্স এর মালিক

কত টাকা পয়সা তার, বেচারার  হার্ট আ্য়টাক এসেছিল,

২৪ঘন্টা -সে সময় ও সে পায় নি!

জীবন,তুমি বিজ্ঞানের গর্বে নিয়ে,

তর্কবিদদের উষ্কানিতে তত্ব কথা বল!

জীবন, তুমি বুঝতেই পার না,

ও তো, তোমারই সাথে সদা সহবাসে!!

*********

Date: 14th May, 2021                                                                                                                                                        

Place: A1-KDAR

 

0

Publication author

offline 4 years

Kalpataru

0
Reader, Learner and Writer
Comments: 0Publics: 2Registration: 01-05-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।